পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় লেগে অধিকাংশ ক্লাবই নতুন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করেছে। শক্তি বাড়াতেই এ পথ বেছে নেওয়া। প্রশ্ন হচ্ছে নতুনদের এনে দল কতটা লাভবান হবে? এ ক্ষেত্রে শীর্ষে থাকা তিন দল নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ১১তম রাউন্ড থেকেই নতুন বিদেশিরা খেলবেন। ঢাকা মোহামেডানে এসেছেন পুলিশের হয়ে খেলে যাওয়া ভেনেজুয়েলার অ্যাডওয়ার্ড এনরিক মরিলো জিমোনিজ। পেশাদার লিগে ১০ম রাউন্ড পর্যন্ত ঢাকা আবাহনী স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খেলেছে। ব্রাজিলের রাফায়েল আগস্ত ও নাইজেরিয়ার এমেকা ও গবাহারকে উড়িয়ে এনেছে তারা। আগেও দুজন আবাহনীতে খেলেছিলেন। বসুন্ধরা কিংসের বিপক্ষে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার ম্যাচও খেলেছেন তারা। মোহামেডান ও কিংস কোটা পূরণ করেই চার বিদেশি খেলাতে পারবে। কিন্তু আবাহনীতে এসেছেন মাত্র দুজনই। প্রথম লেগে সুবিধা করতে না পারায় বসুন্ধরা কিংসও দ্বিতীয় লেগে নতুন বিদেশি খেলাবে। উজবেকিস্তানের গফুরভ এর আগেও খেলে গেছেন। নতুনভাবে যোগ দিয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার ডেসিলেন ও আর্জেন্টিনার ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে। ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে ডেসিলেন শুরু থেকেই একাদশে ছিলেন। গফুরভ নামেন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে। লেসকানো তো দলেই ছিলেন না। শোনা যাচ্ছে তিনি ইনজুরিতে আক্রান্ত। এ অবস্থায় লিগে কতটা সুবিধা করতে পারবেন তা দেখার বিষয়। মরিলোকে আনলেও তাকে মোহামেডান খেলাবে কোথায়? তিনি তো আক্রমণভাগের খেলোয়াড়। আক্রমণভাগে আস্থার পরিচয় রাখছেন দিয়াবাতে ও সানডে মধ্য মাঠে অটো চয়েস মোজাফররভ। মরিলোকে নামলে দিয়াবাতে বা সানডেকে বসাতে হবে। না হয় রক্ষণভাগের টনিকে। কোচ আলফাজ এখন কি করবেন সেটাই দেখার বিষয়। অন্যদিকে আবার আবাহনীর রাফায়েল বা এমেকাকে আগের মতো নির্ভর মনে হয়নি। তাই নতুন বিদেশিতে তিন দল কতটা উপকৃত হবে সেটাই প্রশ্ন থেকে যাচ্ছে।
শিরোনাম
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
আপডেট:
০০:২৩, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
দ্বিতীয় লেগে দেখা মিলবে নতুন বিদেশি ফুটবলার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর