ভারত-পাকিস্তান যুদ্ধ এখন বন্ধ। দুই দেশের পরিস্থিতি অনেক স্বাভাবিক এবং সাবলীল। পরিস্থিতি শান্ত বলে দুই দেশের জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএল ও আইপিএল ফের মাঠে গড়াচ্ছে। পিএসএলের তারিখ ঘোষণা করেছে পিসিবি। আইপিএল খেলতে বিদেশি ক্রিকেটাররা ফিরছেন ভারতে। বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড ৫ ম্যাচ টি-২০ সিরিজ নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সিরিজের ভবিষ্যৎ নিয়ে বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধ এখন বন্ধ। পরিস্থিতি অনেক শান্ত। সিরিজটি নিয়ে দুই দেশের বোর্ড ফের আলোচনা শুরু করেছে। পিসিবি আমাদের জানাবে নতুন তারিখ। সরকারের সবুজ সংকেত পেলেই সিরিজ অনুষ্ঠিত হতে পারে।’ সিরিজের তারিখ পুনর্নির্ধারিত না হলে সিরিজ পেছাবে এটা নিশ্চিত। কেননা আগের শিডিউল অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ ছিল ২৫ মে। পিএসএলের এখন যে নতুন তারিখ দিয়েছে পিসিবি, তাতে পিএসএল শুরু হবে ১৭ মে এবং ফাইনাল ২৫ মে। নতুন তারিখ দেওয়ায় সিরিজ পেছাচ্ছে কোনো সন্দেহ নেই। কতদিন পেছাতে পারে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। শোনা যাচ্ছে দুই-তিন দিন পিছিয়ে ২৭ কিংবা ২৮ তারিখে সিরিজ শুরু হতে পারে। আগের শিডিউলে প্রথম দুই ম্যাচের ভেন্যু ফয়সলাবাদ। ২৫ ও ২৭ মে সিরিজের শুরুর দুই ম্যাচ। ৩০ মে, ১ ও ৩ জুন সিরিজের শেষ তিন ম্যাচের ভেন্যু লাহোর।
শুরুতে সফরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলার শিডিউল ছিল। পরবর্তীতে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসেবে ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি।