ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার আগে ইসরায়েলি-অধিকৃত অঞ্চলের উত্তরাঞ্চলে সাইরেন বাজতে শোনা গেছে।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তারা বুধবার তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে লাখো ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে।
সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযানের লক্ষ্য গাজা উপত্যকায় অবিচল ও ধৈর্যশীল জনগণের ওপর আগ্রাসন বন্ধ করা, যুদ্ধের অবসান ঘটানো এবং তাদের ওপর চলমান গণহত্যা বন্ধ করা। যা আজও সমগ্র বিশ্বের চোখের সামনে অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেছে যে এই অভিযানগুলো অব্যাহত রয়েছে। গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এটি বন্ধ করা হবে না।
ইসরায়েলের ব্যস্ততম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিওনকে লক্ষ্য করে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।
ইসরায়েলি সেনাবাহিনী পরে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করে যে তারা রকেটটি প্রতিহত করেছে। তারা বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায়, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বাহিনীও একই ধরণের একটি প্রজেক্টাইল ব্যবহার করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী ২০২৩ সালের শেষের দিকে ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শুরু করে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল