জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের তত্ত্বাবধানে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টির ১০ হাজার শিক্ষার্থীকে ‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে জাবির ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে এ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
এর আগে, গত ৮ মে থেকে ভ্যাকসিনেশনের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত। নিবন্ধিত শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও স্ক্রিনিং কার্যক্রম ১০ মে থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। এছাড়া, ভ্যাকসিনের প্রথম ডোজ চলতি মাসের ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে। পরবর্তী দুই ডোজ প্রথম ডোজের এক মাস পরপর দেওয়া হবে।
উদ্বোধনী বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, হেপাটাইটিস বি ভাইরাস যদি একজন ব্যক্তির স্বাস্থ্যের মধ্যে থাকে তাহলে যেসব সমস্য হতে পারে তার মধ্যে অন্যতম হলো লিভার ডিজিজ ও আয়ু কমে যাওয়া। ব্যক্তি যদি এ রোগ বহন করে তাহলে সোশ্যাল আইসোলেটেড হয়ে যেতে পারে৷ কারণ, আপনি যখন জানবেন শরীরে হেপাটাইটিস রোগ বহন করছেন আপনার পাশে কেউ বসবে না। কারণ, লালা কিংবা রক্তের মাধ্যমে এ রোগ ছড়াতে পারে। সবচেয়ে কাছের মানুষ, প্রিয়জন, বন্ধু বান্ধব আপনার থেকে দূরত্ব বজায় রাখবে। এমন একটি ঘাতক রোগ দূর করবার জন্যে কোন রাজনৈতিক কারণ মাথায় না নিয়ে সকল শিক্ষার্থীকে বলবো আপনারা এ হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করুন।
বিডি প্রতিদিন/এএ