প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে এবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে হতাশাজনক ফর্মে থাকা ঐতিহ্যবাহী এই ক্লাবটি বর্তমানে পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে অবস্থান করছে, অবনমনপ্রাপ্ত ইপ্সউইচ টাউনের থেকে মাত্র দুই ধাপ উপরে।
গত বছরও একই কারণে অনুষ্ঠানটি বাতিল করেছিল ইউনাইটেড। তবে এবার পরিস্থিতি আরও করুণ। ১৯৭৩-৭৪ মৌসুমের পর এটিই তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স বলে মনে করা হচ্ছে। এক সময়ের শক্তিশালী দলটি এখন চূড়ান্ত সমালোচনার মুখে।
তবে এখনও একমাত্র আশার আলো হয়ে আছে ইউরোপা লিগের ফাইনাল। সেখানে টটেনহ্যামের বিপক্ষে মুখোমুখি হবে ম্যান ইউ। সেই ম্যাচে জয় পেলে মর্যাদার একটি ট্রফি অন্তত ঘরে তুলতে পারবে তারা।
ম্যান ইউনাইটেড জানিয়েছে, বার্ষিক জমকালো আয়োজনের বদলে এবার ২৫ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ হোম ম্যাচের দিনেই খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, ম্যান ইউয়ের কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠান অতীতে স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে ২০১৫ সালের অনুষ্ঠান, যেখানে কোচ লুই ফান গালের আট মিনিটের বক্তৃতা বেশ জনপ্রিয় হয়েছিল। সর্বশেষ বার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ব্রুনো ফের্নান্দেস।
এদিকে, খেলোয়াড় ও কর্মকর্তাদের মনোবল চাঙ্গা করতে কোচ রুবেন আমোরিম ব্যক্তিগত খরচে ৩০ জনকে ইউরোপা লিগ ফাইনাল দেখতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
বিডি প্রতিদিন/মুসা