জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরি ছাড়াও চার ইনিংসে তিনবার ৫টি করে উইকেট নেন। এ ধারাবাহিক পারফরম্যান্সের ফল পান আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে। আইসিসি তার নিজস্ব ওয়েবসাইটে সংবাদটি প্রকাশ করে। মিরাজ মাসসেরা হয়েছেন জিম্বাবুয়ের দীর্ঘদেহি পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন শিয়ার্সকে পেছনে ফেলে। ২৭ বছর বয়স্ক মিরাজ প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে মাসসেরা নন। এর আগে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন। ২০২৩ সালের নভেম্বরে অবশ্য মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন নারী ক্রিকেট দলের বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম মাসসেরা হয়েছিলেন মুশফিক, ২০২১ সালের মে মাসে। সাকিব ২০২১ সালের জুলাইয়ের পর ২০২৩ সালের মার্চে মাসসেরা হয়েছিলেন। নারী ক্যাটাগরিতে এপ্রিল মাসসেরা ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের উভয় ইনিংসে ৫টি করে ১০ উইকেট নেন। ১০ উইকেট নিয়ে ২ হাজার রান ও ২০০ উইকেট ক্লাবে নাম লেখান। তার আগে সাকিব প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে এ ক্লাবে নাম লিখেছিলেন। বর্তমানে মিরাজের রান ৫৩ টেস্টে ২০৬৮ এবং উইকেট ২০৫টি। সাকিবের রান ৭১ টেস্টে ৪৬০৯ ও উইকেট সংখ্যা ২৪৬। মিরাজ সিলেটে ব্যাটিংয়ে ১ ও ১১ রান করেন এবং উইকটে ৫০ রানে ৫টি ও ৫২ রানে ৫টি। চট্টগ্রামে ১০৪ রান করেন। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে নেন ৩২ রানের খরচে ৫ উইকেট। ২ টেস্ট ম্যাচ সিরিজে তার পারফরম্যান্স ৩৮.৬৬ গড়ে ১১৬ রান ও ১৫ উইকেট। এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটার হয়ে মিরাজ বলেন, ‘আইসিসির মাসসেরা হওয়া অবিশ্বাস্য সম্মান। যে কোনো ক্রিকেটারের জন্য আইসিসির পুরস্কারই সর্বোচ্চ। আর বৈশ্বিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়াটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এসব মুহূর্ত আমার ক্যারিয়ারের গতিপথকে মনে করিয়ে দেয়। ক্যারিয়ারের শুরুতে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়া ছিল আমার জন্য অনেক বড় প্রেরণা। এ পুরস্কারটিও তেমনই বিশেষ কিছু।’
আইসিসি ২০২১ সাল থেকে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছে। আইসিসির একটি স্বাধীন ভোটিং প্যানেল সেরা খেলোয়াড় নির্বাচিত করে। প্যানেলে আছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রীড়া সাংবাদিক। এ ছাড়া দর্শকরাও আইসিসির ওয়েবসাইটে গিয়ে মনোনীত খেলোয়াড়দের একজনকে ভোট দিতে পারেন।