চার দিনের আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় দিনটি ছিল খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহানের। প্রথম ভাগটা ছিল ডান হাতি পেসার খালেদের। দ্বিতীয় ভাগটা নিজের করে নেন সোহান। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় দিন দুজনেই ছিলেন উজ্জ্বল। বাংলাদেশ ‘এ’ দলের ডান হাতি পেসার নিয়েছেন ৬ উইকেট। অধিনায়ক খেলেছেন সেঞ্চুরির ইনিংস। অধিনায়কের সেঞ্চুরিতে দিনটি পার করেছে ‘এ’ দল। কিন্তু লিড নিতে পারেনি। নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে সোহান বাহিনী সংগ্রহ করে ৮ উইকেটে ২৪৯ রান। বেসরকারি টেস্টের আজ তৃতীয় দিন ৭ রানে পিছিয়ে খেলতে নামবেন স্বাগতিকরা।
প্রথম দিন সফরকারীরা শেষ করেছিলেন ৮ উইকেটে ২২৬ রান তুলে। খেলেছিলেন ৬৪ ওভার। গতকাল খেলতে নেমে নিজেদের ইনিংসটি খুব বড় করতে পারেননি সফরকারীরা। ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। দলটি ব্যাটিং করে আরও ১১.২ ওভার। সফরকারীদের ইনিংস বড় হওয়ার আগেই লেজ মুড়ে দেন খালেদ। আগের দিন ৪ উইকেট নেওয়া খালেদ গতকাল প্রতিপক্ষের বাকি ২ উইকেট নেন। প্রথম দিন তিনি উইকেট নিয়েছিলেন ৪৭ রানের খরচে। দ্বিতীয় দিন শেষে খালেদের স্পেল ২১.২-৬-৫৯-৬। জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্ট খেলেছিলেন সিলেটে। যদিও পারফরম্যান্স আহামরি ছিল না। সেজন্য চট্টগ্রামে পরের টেস্টে সুযোগ পাননি। দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ এখন মরুরাজ্য সংযুক্ত আরব আমিরাতে। শারজায় প্রথম ম্যাচ ১৭ মে শনিবার এবং ১৯ মে দ্বিতীয় ম্যাচ। জাতীয় দল থেকে বাদ পড়ে ‘এ’ দলে খেলা খালেদ ছিলেন উজ্জ্বল। সফরকারীদের স্কোর আড়াই শর ওপর টেনে নিয়ে যান মিচেল হে। আগের দিন ৬৮ রানে অপরাজিত থাকা হে গতকাল খালেদের বলে সাজঘরে ফেরার আগে আউট হন ব্যক্তিগত ৮১ রানে। ১৩৪ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ১টি ছক্কা।
সোহান বাহিনীর দুই ওপেনার এনামুল হক বিজয় ও জাকির হাসান ৩৫ রানের ভিত দেন। সফরকারী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক পর্যায়ে ৮১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগার ‘এ’ দল। সেখান থেকে পঞ্চম উইকেট জুটি বেঁধে মাহিদুল ইসলাম অঙ্কন ও সোহান যোগ করেন ১২২ রান। অঙ্কন ২৫ রানে ফেরেন সাজঘরে। দুরন্ত ছন্দে থাকা সোহান খেলেন তিন অঙ্কের নান্দনিক এক ইনিংস। ১০৭ রানের ইনিংসটি খেলে ওয়ানডে স্টাইলে। ১২১.৫৯ স্ট্রাইক রেটের ইনিংসটি খেলেন ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কায়। ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি করেছিলেন সোহান। সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ১১২ রানের ইনিংস। সোহান সেঞ্চুরি করলেও হাফ সেঞ্চুরি নেই একটিও। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অঙ্কন ও অমিত।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ‘এ’ : প্রথম ইনিংস, ২৫৬/১০, ৭৫.২ ওভার (মারিয়ু ১৩, কার্টার ১৭, কেলি ২০, আব্বাস ৫, বয়েল ১৪, ক্লার্কসন ১৬, মিচেল হে ৮১, ফক্সক্রফট ৪৭, অশোক ৩, ক্লার্ক ২৮। ইবাদত হোসেন ১৭-২-৬০-১, খালেদ আহমেদ ২১.২-৬-৫৯-৬, হাসান মুরাদ ১৪-১-৪২-০, এনামুল হক ১০-১-৩২-৩, নাঈম হাসান ১২-১-৪৯-০, মাহামুদুল হাসান জয় ১-০-৩-০)।
বাংলাদেশ ‘এ’ : ২৪৯/৮, ৬০ ওভার (এনামুল হক বিজয় ২৪, জাকির হোসেন ১২, মাহামুদুল হাসান জয় ২২, অমিত হাসান ২৫, নুরুল হাসান সোহান ১০৭, নাঈম হাসান ২০, হাসান মুরাদ ১৩*, ইবাদত হোসেন ১*। ক্রিস্টিয়ান ক্লার্ক ১৪-১-৭৬-২, মুহাম্মদ আব্বাস ৮-০-৪২-১, জেয়দেন লেনক্স ১৩-৩-৩২-০, জশ ক্লার্কসন ১৫-৩-৪৪-৪, আদিত্য অশোক ১০-২-৫৫-১)।