অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন লিওনেল মেসি। গোলের নেশা যেন এ আর্জেন্টাইন তারকাকে ছাড়ছেই না। যেখানেই খেলেন সেখানেই একের পর এক রেকর্ড আর ইতিহাস গড়েন তিনি। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও গড়েছেন অনন্য এক রেকর্ড। চার দিন আগেই আটবারের এ ব্যালন ডি’অরজয়ী প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে করেন জোড়া গোল। পঞ্চম ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন মেসি। শনিবার ঘরের মাঠে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে মেসির ইন্টার মায়ামি। দলের জয়ে একাই গোল দুটি করেন এ আর্জেন্টাইন সুপার স্টার। এর মধ্য দিয়ে মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন এ ৩৮ বছর বয়সি বিশ্বকাপজয়ী।
প্রতিযোগিতাটির ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের নজিরও নেই আর কোনো ফুটবলারের। এই কৃতিত্বে ১৬ ম্যাচে মেসির গোল এখন ১৬। সর্বোচ্চ গোলের তালিকায় স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন তিনি। সঙ্গে আছে ৭টি অ্যাসিস্টও। মূলত মন্ট্রিলের বিপক্ষে দুবার এবং কলম্বাস, নিউ ইংল্যান্ড ও সবশেষ ন্যাশভিলের সঙ্গে একবার করে জোড়া গোল করেন মেসি। ম্যাচের ১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। এ জাদুকরের ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক থেকে নেওয়া গোল। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে হ্যারি মুখটারের গোলে ন্যাশভিল সমতায় ফিরলেও দলকে এগিয়ে নিতে বেশি সময় নেননি মেসি। ৬২ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। গোলকিপারের ভুলেই গোলটি হজম করতে হয় ন্যাশভিলকে।
এ জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে মেসির মায়ামি। ১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। মেসি-সুয়ারেজদের হাতে অবশ্য আছে এখনো তিনটি ম্যাচ।