রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। গতকাল সমাজমাধ্যম ফেসবুকে শোকবার্তা দিয়েছেন তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদি মিরাজরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ (বাফুফে) ক্রীড়া ফেডারেশনগুলো শোক প্রকাশ করেছে। জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সবার জন্য প্রার্থনা। যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচ বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।’ এ ছাড়া রক্তাক্ত ও আহতদের ছবি-ভিডিও লাইভ না করার কথা জানান তিনি। টি-২০ অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছে যাক হতাহতদের এবং তাদের পরিবারের কাছে।’
টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেন, ‘হে মহান আল্লাহ। উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।’ ওয়ানডে দলের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।’ এ ছাড়া অলরাউন্ডার শেখ মাহেদি, টেস্ট দলের সাবেক অধিনায়ক মোমিনুল হক ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও শোকবার্তা দিয়েছেন। সতর্কবার্তা দিয়ে আকবর আলী লিখেছেন, ‘বিনা প্রয়োজনে হাসপাতাল বা রাস্তায় বের হয়ে দুর্ঘটনার স্থান দেখতে গিয়ে চিকিৎসক ও উদ্ধারকর্মীদের কাজে ব্যাঘাত ঘটাবেন না দয়া করে। কখনো কখনো কিছু না করাও উপকার করার সমান।’