রবিবার শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা। এর আগে সিনসিনাতি ওপেনের শিরোপা জিতেছেন ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা সুয়াটেক। যা এ পোলিশ তারকাকে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণে বলে জানিয়েছেন তিনি। গত মাসে প্রথমবারের মতো উইম্বলডন জয়ী ইগা সোমবার রাতে সিনসিনাতির ফাইনালে ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন ইতালির সপ্তম বাছাই জেসমিন পাওলিনিকে। গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও পাওলিনিকে হারিয়েছিলেন শীর্ষ তিন নম্বর তারকা ইগা। সিনসিনাতি ট্রফি জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের ১১তম ডব্লিউটিএ ১০০০ ইভেন্ট শিরোপা ক্যাবিনেটে তুললেন এ ২৪ বছর বয়সি। যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের রেকর্ডের সমান হতে দুটি ট্রফি দূরে আছেন ইগা। শেষবার ২০২২ সালের ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন ইগা সুয়াটেক।
এবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা জয়ের লক্ষ্যে এখন মেডিসনের দিকে তাকিয়ে আছেন তিনি। পোল ওহাইওতে এ পোলিশ সপ্তাহজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। একটি সেটও ড্রপ করেননি। শিরোপা জয়ের পর ইগা বলেন, ‘আমি খুশি আমরা যে কাজ করছি। আমি সরাসরি সেটে জিতেছি। আমি একজন ভালো খেলোয়াড়। যে কোনো মাঠে খেলতে পারি।’