দক্ষিণ আফ্রিকার ম্যাচে দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন স্বর্ণা আক্তার। ৩৫ বলে ৫১ রানের মারকাটারি ইনিংসটি সেমিফাইনালের স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে। শেষ সময়ে স্বর্ণার ক্যাচ মিসে স্বপ্নভঙ্গ হয় নিগার বাহিনীর। সোমবার বিশাখাপত্তমে স্বর্ণা সহজ ক্যাচটি মিস করতেই মাথায় হাত দিয়ে বসে পড়েন রাবেয়া খাতুন, নাহিদা আক্তাররা। শূন্যে দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিগার সুলতানা। জীবন পেয়ে নাদিন ডি ক্লার্ক ছক্কায় ৩ উইকেটে ম্যাচ জেতান দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ হেরে সাজঘরে ফিরে নারী দলের ক্রিকেটাররা কান্নায় ভেঙে পড়েন। সতীর্থরা কান্নায় ভেঙে পড়ার পরও অধিনায়ক নিগার দল নিয়ে গর্ব বোধ করেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সতীর্থদের প্রশংসা করেন নিগার সুলতানা, ‘ইনিংসের শেষ পর্যন্ত মেয়েরা যেভাবে লড়াই করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। খারাপও লাগছে কারণ সাজঘরে তারা কাঁদছে। সবার বয়স অল্প। আজ (গত পরশু) তারা যেভাবে নিজেদের ১১০ শতাংশ নিবেদন করেছে, তাতে ভালো লাগছে। এখন তারা খুব আবেগের ভিতর দিয়ে যাচ্ছে, কারণ সবারই বিশ্বাস ছিল ম্যাচটা আমরা জিততে পারব। তাই আমার মনে হয়, এটা আমাদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা।’ শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণার জোড়া হাফ সেঞ্চুরিতে ২৩২ রান করেছিল বাংলাদেশ। ২৩৩ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা একপর্যায়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে ম্যাচসেরা চোলে ট্রায়ন প্রত্যয়ী ৬২ রানের ইনিংস খেলে ম্যাচ জেতান। অথচও তিনিও দুবার সহজ জীবন পান। দুবারই জীবন পান লং অনে। প্রথমবার তার সহজ ক্যাচ ছাড়েন সুমাইয়া আক্তার। এরপর শেষ সময়ে ক্যাচ ছাড়েন স্বর্ণা। নারী বিশ্বকাপে ৪ ম্যাচে পাকিস্তানকে হারালেও নিগাররা হেরেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে। বিশেষ করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ফিল্ডিংয়ে জেতা ম্যাচ হেরেছে নিগার বাহিনী। তার পরও স্বপ্ন দেখছেন নিগার, ‘এটাই আমাদের শেষ ম্যাচ না। আরও ৩টি ম্যাচ আছে। আমাদের গর্বিত হওয়া উচিত। যেভাবে খেলেছি, তাতে মাথা উঁচু রাখা উচিত।’
শিরোনাম
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
- সততার সাহস : ভুল স্বীকারের মর্যাদা
- লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, পাঁচ দিনেও মেলেনি খোঁজ
- কুয়াকাটায় শৈবাল চাষ নিয়ে কর্মশালা
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত নিগার!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর