দক্ষিণ আফ্রিকার ম্যাচে দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন স্বর্ণা আক্তার। ৩৫ বলে ৫১ রানের মারকাটারি ইনিংসটি সেমিফাইনালের স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে। শেষ সময়ে স্বর্ণার ক্যাচ মিসে স্বপ্নভঙ্গ হয় নিগার বাহিনীর। সোমবার বিশাখাপত্তমে স্বর্ণা সহজ ক্যাচটি মিস করতেই মাথায় হাত দিয়ে বসে পড়েন রাবেয়া খাতুন, নাহিদা আক্তাররা। শূন্যে দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিগার সুলতানা। জীবন পেয়ে নাদিন ডি ক্লার্ক ছক্কায় ৩ উইকেটে ম্যাচ জেতান দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ হেরে সাজঘরে ফিরে নারী দলের ক্রিকেটাররা কান্নায় ভেঙে পড়েন। সতীর্থরা কান্নায় ভেঙে পড়ার পরও অধিনায়ক নিগার দল নিয়ে গর্ব বোধ করেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সতীর্থদের প্রশংসা করেন নিগার সুলতানা, ‘ইনিংসের শেষ পর্যন্ত মেয়েরা যেভাবে লড়াই করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। খারাপও লাগছে কারণ সাজঘরে তারা কাঁদছে। সবার বয়স অল্প। আজ (গত পরশু) তারা যেভাবে নিজেদের ১১০ শতাংশ নিবেদন করেছে, তাতে ভালো লাগছে। এখন তারা খুব আবেগের ভিতর দিয়ে যাচ্ছে, কারণ সবারই বিশ্বাস ছিল ম্যাচটা আমরা জিততে পারব। তাই আমার মনে হয়, এটা আমাদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা।’ শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণার জোড়া হাফ সেঞ্চুরিতে ২৩২ রান করেছিল বাংলাদেশ। ২৩৩ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা একপর্যায়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে ম্যাচসেরা চোলে ট্রায়ন প্রত্যয়ী ৬২ রানের ইনিংস খেলে ম্যাচ জেতান। অথচও তিনিও দুবার সহজ জীবন পান। দুবারই জীবন পান লং অনে। প্রথমবার তার সহজ ক্যাচ ছাড়েন সুমাইয়া আক্তার। এরপর শেষ সময়ে ক্যাচ ছাড়েন স্বর্ণা। নারী বিশ্বকাপে ৪ ম্যাচে পাকিস্তানকে হারালেও নিগাররা হেরেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে। বিশেষ করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ফিল্ডিংয়ে জেতা ম্যাচ হেরেছে নিগার বাহিনী। তার পরও স্বপ্ন দেখছেন নিগার, ‘এটাই আমাদের শেষ ম্যাচ না। আরও ৩টি ম্যাচ আছে। আমাদের গর্বিত হওয়া উচিত। যেভাবে খেলেছি, তাতে মাথা উঁচু রাখা উচিত।’
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে