এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্রীড়া সম্পাদক পদের দিকে বিশেষ দৃষ্টি রাখছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হবে এ নির্বাচন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন পেশাদার খেলোয়াড় ও রাজনৈতিক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদকরা। তাই এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার উন্নয়নের জন্য উপযুক্ত প্রার্থীকেই নির্বাচিত করবেন বলে ধারণা শিক্ষার্থীদের। জাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদের বিশেষ আকর্ষণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান কিরণ। অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের এ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এ মৌসুমে তিনি খেলবেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে। কিরণ জাতীয় পর্যায়ে খেলেন এমন শিক্ষার্থীদের পরীক্ষা-টিউটরিয়ালের জন্য আলাদা নীতিমাল, ইনজুরি তহবিল, ক্রীড়া সম্মাননা, স্পোর্টস সায়েন্স বিভাগ চালু, আধুনিক জিম, ছেলেমেয়েদের জন্য আলাদ ড্রেসিং রুম, মেডিকেল টিম ও বাজেট বৃদ্ধিসহ ১৬টি ইশতেহারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ছাড়া বাকিরা কিরণের সম্মানার্থে এ পদে প্রার্থী দেননি। এ পদে ছাত্রশিবির সদস্য শফিউজ্জামান শাহীন ও ছাত্রদলের উজ্জ্বল হাসান লড়বেন।
এ ছাড়া সহক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় শাহানুর রহমান সাঞ্জু। তিনি বিকেএসপির সাবেক শিক্ষার্থী। সহক্রীড়া সম্পাদক পদে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক (ছেলে) মাহাদী হাসান এবং সাহিত্য ও ক্রীড়া সম্পাদক (মেয়ে) লুবনা। ছাত্রদলের হয়ে সহক্রীড়া সম্পাদক পদে (পুরুষ) রুহুল আমিন সুইট, সহক্রীড়া সম্পাদক পদে (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু নির্বাচনে লড়ছেন।