‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত নবম ডিএফসিএইচ ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশিপে নারী গলফে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কুর্মিটোলা গলফ ক্লাব (টিম বি)। জুনিয়রে কুর্মিটোলাকে হারিয়ে শিরোপা জিতেছে আর্মি গলফ ক্লাব। নারী গলফে রানার্সআপ হয়েছে আর্মি গলফ ক্লাব (টিম এ) ও তৃতীয় হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব (টিম এ)। চ্যাম্পিয়ন কুর্মিটোলা গলফ ক্লাবের ‘বি’ দলের হয়ে খেলেছেন জিন সুক উন ও জাইমা বিনতে হোসাইন। তাদের মোট স্কোর ১৫১। জুনিয়র বিভাগে রানার্সআপ হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব (টিম এ), তৃতীয় হয়েছে আর্মি গলফ ক্লাব (টিম বি)। জুনিয়রে চ্যাম্পিয়ন আর্মি গলফ ক্লাবের (টিম এ) হয়ে খেলেছেন মাস্টার সৈয়দ মাহদী মহাবীর ও মাস্টার ইহান ইউসুফ। তাদের মোট স্কোর ১৩৮। জুনিয়র গলফারদের মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন (গ্রস) হয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের এস এম সামীর হোসাইন। তিনি পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন।
এস এম সামীর হোসাইন বলেন, ‘আমি নিজের সেরাটা দিতে পারিনি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না। বেশ কয়েকটা বগি করতে হয়েছে। তবে আবহাওয়া ভালো হলে আমি আরও ভালো করতে পারতাম। তারপরও এমন দিনে পারের চেয়ে মাত্র ৩ ওভার খেলতে পারাটাও অনেক ভালো। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে এ ফলাফলে আমি বেশ খুশি।’