স্পিন চক্রবূ্যহ! পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্পিনারদের নিয়ে এক মায়াবী চক্র গড়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত তা আর ভাঙতে পারেনি হাফিজরা। একের পর এক বোলার চেঞ্জ করে আফ্রিদিদের দিশেহারা করে রেখেছিলেন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও কি অটুট থাকবে সেই চক্রবূ্যহ! আর থাকলেও গেইল-স্যামুয়েলসদের কি আটকানো যাবে! মিরপুরের উইকেট নিয়ে অবশ্য ধোনির খুব বেশি ভরসা পাওয়ার কথা নয়। গেইল-স্যামুয়েলসরা এমন উইকেটই বেশি পছন্দ করেন। তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ভিডিও বার বার দেখে এতক্ষণে নিশ্চয়ই স্পিন চক্র ভাঙার কৌশলও তৈরি করে ফেলেছে ক্যারিবীয়রা। কিন্তু ধোনি কি বসে থাকবেন। তার ক্যারিশমা তো অন্য জায়গায়। তার নেতৃত্বে। 'ক্যাম্পেন কুল' মাঠে জুয়া খেলতে বড় ভালোবাসেন! কিন্তু হাড়েন হন খুব কম। আর উপমহাদেশের উইকেট মানেই বাজিমাৎ! প্রতিটি বাজি এতো সূক্ষ্মভাবে ধরেন যে, পরাজয় ঘেঁষতেই পারে!
অবশ্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই কিছুটা দুশ্চিন্তা! মারকুটে গেইল তো আর ব্যাকরণ মেনে ব্যাটিং করেন না। স্পিন-পেস বাছ বিচার নেই তার কাছে। লক্ষ্য থাকে একটাই, বল গ্যালারিতে নিয়ে যাওয়া। ক্রিস গেইলের ছায়ায় বড় হওয়া মারলন স্যামুয়েলসও মাঝেমধ্যে অতিমানবীয় ইনিংস খেলে বসেন। নীরব বিপ্লব ঘটাতে পটু! গত টি-২০ বিশ্বকাপে গেইলকে টপকে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি।
কাল সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি শুনালেন আরও ভয়ঙ্কর কথা! ব্যাট ঘুড়ালেই বল সীমানা ছাড়া হবে - তার দলে এমন হিটারের সংখ্যা নাকি ছয়ের অধিক! তাই বলে শুধু ব্যাটিং দিয়ে কি ভারতকে আটকানো সম্ভব! জ্বলে উঠতে হবে বোলিংয়েও। চাই স্পিনে দাপট। সেখানেও দারুণ আত্দবিশ্বাসী ড্যারেন স্যামি। ক্যারিবীয় দলপতি বলেন, 'টি-২০ ক্রিকেটে প্রভাব বিস্তার করতে হলে স্পিনে ভালো করার বিকল্প নেই। আমাদের দলে নারাইনের পাশাপাশি বদ্রির মতো স্পিনার রয়েছে। সমস্যা হওয়ার কথা নয়। প্রতিপক্ষ ভারত বলেই খানিটা বাড়তি চাপ। তবে আমি আশাবাদী।'
এদিকে ধোনি পাকিস্তানকে হারানোর পরও আজ খুবই সতর্ক থাকবেন। শেরেবাংলার 'তক্তা মার্কা' উইকেটের কথা চিন্তা করে ব্যাটিংয়ের চেয়ে বোলিং ও ফিল্ডিং নিয়ে বেশি ভাবছেন। আগের ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ মিস হওয়ায় আক্ষেপ করেছেন। ধোনি জানেন, ব্যাটিং সমস্যা হবে না। কোহলি যে ফর্মে আছেন তার জন্য অন্তত ৫০ রান আলাদা করে রাখাই যায়! আর দুই ওপেনার রোহিত ও ধাওয়ানের জন্য বরাদ্ধ ৬০ রান! বাকি সাত ব্যাটসম্যান মিলে সাইক্লোন গতিতে ৭০-৮০ রান করতে পারলেই ভারতকে ঠেকায় কে? আর ফিল্ডিংয়ে চক্রবূ্যহ তৈরি করে গেইলদের ফাঁদে ফেলতে পারেলে তো কথাই নেই! হয়ে যাবে বাজিমাৎ!