উৎসবের আমেজ চারিদিকেই। স্টেডিয়ামের ভেতরে কী বাইরে, সর্বত্রই একটা অন্যরকম উচ্ছ্বাস! কাল মিরপুরের চিত্র দেখে বোঝার উপায়ই ছিল না যে ফাইনালে লড়াই করলো দুই ভিন্ন দেশ। ছক্কা-চার কিংবা প্রতিটি উইকেট পতনে গ্যালারির উš§াদনা দেখে মনে হচ্ছিল, মাঠে যেন টাইগাররা খেলছেন। মুশফিকরা হতাশাজনক থেকে বিদায় নেওয়ায় সমর্থকরা কষ্ট পেয়েছেন ঠিকই, কিন্তু তারপরেও বিশ্বকাপের উত্তেজনায় কোনো ভাটা পড়েনি। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে নেচে গেয়ে দর্শকরা যেন অবিস্মরণীয় করে রাখলেন। ক্রিকেটপাগল বাংলাদেশি দর্শকদের উম্মাদনা দেখে অভিভূত আইসিসি। ম্যাচ কাভার করতে আসা বিদেশি সাংবাদিকেরাও মুগ্ধ। একদিন আগে মুগ্ধতার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ‘ক্রিকেট বিশ্বে এমন দেশ আর নেই, যেখানে নিজের দল না থাকার পরও গ্যালারি ভর্তি এবং তারা প্রতিটি ছক্কা-চারে উৎসবে মেতে ওঠে। বাংলাদেশে এমন উৎসব মুখর পরিবেশ দেখে মুগ্ধ আইসিসি। সফলভাবে আয়োজন করতে সহযোগিতা করার জন্য দর্শকরা আমাদের দারুণ সহযোগিতা করেছেন। সর্বাত্মক সহযোগিতার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’ সফল আয়োজনের জন্য বিসিবিকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। কাল প্রকৃতিও যেন অভিনন্দন জানাল বাংলাদেশকে। দুপুরে যখন মেয়েদের ফাইনাল চলছিল তখন ভ্যাপসা গরম। ঠিক ম্যাচ শেষ হওয়ার পর পরই বৃষ্টি। তারপর আবার ছেলেদের ফাইনাল শুরুর আগেই থেমে যায়। ঝিরিঝিরি বৃষ্টির পর দারুণ এক শীতল পরিবেশে অনুষ্ঠিত হলো ফাইনাল। পর্দা নামল সফল এক টুর্নামেন্টের। অথচ মাস তিনেক আগেও বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। রাজনৈতিক অস্থিরতায় চারিদিকে যখন পেট্রোল বোমা, ককটেল ফুটছিল খুবই হতাশ হয়ে পড়েছিলেন ক্রিকেটপাগল সাধারণ মানুষ। টিম হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল যখন দ্রুত বাংলাদেশ সফর বাতিল করে চলে যায় তখন যেন শোকে মুহ্যমান হয়ে যায় দেশবাসী। তারপর এশিয়া কাপ হবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এশিয়া কাপ বাতিল হওয়া মানে টি-২০ বিশ্বকাপও শেষ! তাছাড়া পাকিস্তানের না আসার সিদ্ধান্ত দেশবাসীর হতাশা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গত ৪ জানুয়ারি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তে অটল থাকে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে গেল টি-২০ বিশ্বকাপ। আর কাল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়ে জায়গা করে নিল বাংলাদেশ। এর আগে কখনো এতো বড় কোনো প্রতিযোগিতার ফাইনাল হয়নি এদেশে। ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। জমকালো উদ্বোধন করে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে ফাইনাল হয়েছিল ভারতে। এর আগ পর্যন্ত সেটিই ছিল সবচেয়ে বড় ঘটনা।
কিন্তু এবার এককভাবে সফলতার সঙ্গে উৎসবমুখর পরিবেশে টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখল বাংলাদেশ। ক্রিকেটের বড় ইভেন্টের ফাইনাল বলতে ১৯৯৮ সালের নক-আউট ট্রফির কথা আসে সবার আগে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এছাড়া চার চারবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচের কথাও আলোচনায় আসে। ১৯৮৮ সালে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে অভিষেক হয়েছিল। আর গতকাল টি-২০ বিশ্বকাপের সফলভাবে পর্দা নামাতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আরও একবার সুনাম কুড়ালো বাংলাদেশ।
শিরোনাম
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
ইতিহাসের পাতায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর