হোম ভেন্যুতে গোল উৎসব করল মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিটল টাটা পেশাদার ফুটবল লিগে তারা ৬-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে। প্রায় হাজারতিনেক দর্শকের উপস্থিতিতে এ ম্যাচের শুরু থেকে মুক্তিযোদ্ধা আক্রমণ চালিয়ে প্রতিপক্ষ আবাহনীকে দিশোহারা করে রাখে। তারপরও তাদের গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল ১৬ মিনিট। এ সময় সানডে গোল করে দলকে এগিয়ে রাখেন। ৪০ মিনিটে কিংসলে ব্যবধান বাড়ান। ৪২ মিনিটে তিনি পুনরায় প্রতিপক্ষের জালে বল পাঠায়। ৯ মিনিট পর আবার গোল করেন সানডে। ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন কিংসলে। সানডের হ্যাটট্রিক পূরণ হয় ৮০ মিনিটে। চলতি লিগে হ্যাটট্রিকের সংখ্যা সপ্তম হলেও ঢাকা লিগে অনেক দিন পর এক ম্যাচে একই দলের দুই ফুটবলার হ্যাটট্রিকের কৃতিত্ব পেলেন। ম্যাচ শেষে মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, প্রথমেই আমি চিন্তায় ছিলাম মাঠ নিয়ে। পরে দেখলাম, ছেলেরা ভালোই খেলছে। সত্যিই আমি ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আশা রাখি, আগামী ম্যাচগুলোতেও তারা ভালো করবে।