দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে আনন্দের বন্যায় ভেসেছিল স্পেন। সেই ফাইনালে ইনিয়েস্তার ১০ জন সঙ্গীর আটজনই থাকছেন ব্রাজিল বিশ্বকাপে! নেই কেবল সাবেক বার্সা অধিনায়ক কার্লোস পুয়ল এবং হুয়ান ক্যাপডেভিলা। স্প্যানিশ কোচ ভিসেন্ট দেল বস্কের ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে গত বিশ্বকাপের ১৮ জনই স্থান পেয়েছেন। এই তালিকায় ব্রাজিলিয়ান বংশোদ্ভূত দিয়েগো কস্তা অন্যতম সংযোজন। প্রাথমিক দলে বার্সেলোনার ৭ জন, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ৪ জন করে, ম্যানসিটির ৩ জন, ম্যানইউ, বায়ার্ন মিউনিখ ও নেপোলির ২ জন করে এবং অ্যাথলেটিক বিলবাও, আর্সেনাল, সেভিয়া ও জুভেন্টাসের ১ জন করে স্থান পেয়েছেন। গত বিশ্বকাপে ফাইনাল খেলা জাভি, ইনিয়েস্তা, বাসকুয়েটস, আলোনসো, পেদ্রো, ডেভিড ভিয়া, ইকার ক্যাসিয়া, সার্জিও রামোস ও জেরার্ড পিকে থাকছেন এবারেও। এমনকি ফাইনালে বেঞ্চে থাকা জেসাস নাভাস, ফ্যাব্রিগাস ও ফার্নান্দো তোরেসও আছেন এবারে। বলতে গেলে পুরনো একাদশেও সম্ভবত এবার তেমন কোনো পরিবর্তন আনছেন না দেল বস্ক। মিডফিল্ডে থাকবে বার্সেলোনার জাভি-ইনিয়েস্তা-ফ্যাব্রিগাস-বাসকুয়েটস চতুষ্টয়ের আধিপত্য। তাদের সঙ্গে থাকবেন ডেভিড সিলভাও। ডিফেন্সে থাকবেন পিকে-আলবা-রামোস। তাদের সঙ্গী হতে পারেন বায়ার্নের জাভি মার্টিনেজ। এছাড়া আক্রমণভাগে পেদ্রো, ভিয়া, তোরেসের উপরই সম্ভবত ভরসা রাখবেন বস্ক। সবাই থাকলেও গত বিশ্বকাপের গোলরক্ষক ভিক্টর ভালদেজ এবার থাকছেন না।
৩০ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক
ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), পেপে রাইনা (নেপোলি) ও ডেভিড দা গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)।
ডিফেন্ডার
জেরার্ড পিকে ও জর্দি আলবা (দুজনেই বার্সেলোনা), দানি কারভায়াল ও সার্জিও রামোস (দুজনেই রিয়াল মাদ্রিদ), সিজার অ্যাজপ্লিকুয়েটা (চেলসি), হুয়ানফ্র্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), জাভি মার্টিনেজ (বায়ার্ন মিউনিখ), রাউল আলবিওল (নেপোলি) ও আলবার্তো মরেনো (সেভিয়া)।
মিডফিল্ডার
সার্জিও বাসকুয়েটস, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও সেস ফ্যাব্রিগাস (চারজনই বার্সেলোনা), জাভি আলোনসো (রিয়াল মাদ্রিদ), অ্যান্ডার ইতুরাসপে (অ্যাথলেটিক বিলবাও), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), সান্তি কাজুরলা (আর্সেনাল), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ) ও হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড)।
ফরোয়ার্ড
দিয়েগো কস্তা ও ডেভিড ভিয়া (দুজনেই অ্যাটলেটিকো মাদ্রিদ), আলভারো নেগ্রেদো ও জেসাস নেভাস (দুজনেই ম্যানচেস্টার সিটি), পেদ্রো রদ্রিগেজ (বার্সেলোনা), ফার্নান্দো লরেন্ট (জুভেন্টাস) ও ফার্নান্দো তোরেস (চেলসি)।