বিশ্বকাপ চলাকালে উগ্র সমর্থকরা যাতে ব্রাজিলে অনুপ্রবেশ করতে না পারে এজন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে আয়োজক দেশটি। ইতিমধ্যেই 'বাররা ব্রাভাস' নামের একটি আর্জেন্টাইন উগ্র ফুটবল সমর্থক গোষ্ঠীর সদস্যরা সীমান্ত অতিক্রম করে ব্রাজিলে অনুপ্রবেশ করতে শুরু করেছে বলে ব্রাজিলের স্থানীয় মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলডো রেবেলো বলেছেন, 'ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো দর্শককে চাই না। এ বিষয়ে আমরা আন্তর্জাতিক পুলিশের সহায়তা নিয়ে টুর্নামেন্টকে সন্ত্রাসীর ঝুঁকি থেকে যতটুকু সম্ভব মুক্ত রাখার চেষ্টা করছি।' ক্রীড়ামন্ত্রী আরও বলেন, 'এমনিতেই আমরা আমাদের সামাজিক সমস্যায় জর্জরিত। তাই ব্রাজিলে আমরা ঝগড়াটে কোনো আর্জেন্টাইন সমর্থককে চাই না। যারা এখানে বিতর্কের সৃষ্টি করবে। আমাদের এখন একটাই লক্ষ্য, সফলভাবে বিশ্বকাপের আয়োজনকে সম্পন্ন করা।' শুধু দর্শক নয়, বিশ্বনন্দিত সাবেক ফুটবলার দিয়াগো ম্যারাডোনা বিশ্বকাপ দেখতে আসলে তার ওপর কড়া নজরদারি রাখবে ব্রাজিলের নিরাপত্তারক্ষীরা।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        