ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৩৮তম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ১৬ রানে হেরেছে দিল্লি ডেয়ারডেভিলস। ব্যাঙ্গালুরুর হয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন যুবরাজ সিং।
টসে জিতে দিল্লি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরুর পার্থিব প্যাটেলের সঙ্গে ওপেন করতে আসেন ক্রিস গেইল। ওপেনিং জুটিতে ৩৩ রান তোলে তারা। গেইল সাজঘরে ফেরার আগে করেন ২২ রান। আর প্যাটেল করেন ২৯ রান। অধিনায়ক বিরাট কোহলি ১০ রান করেই বিদায় নেন।
এরপর ব্যাটিং ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স ও যুবরাজ সিং। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ৪টি চার আর একটি ছয়ে ভিলিয়ার্স করেন ৩৩ রান। আরেক প্রান্তে যুবরাজ তার ব্যাটে আবারো ঝড় তোলেন। একটি মাত্র চার এবং নয়টি ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। যুবরাজ বল খেলেছেন মাত্র ২৯টি।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ব্যাঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান। দিল্লির হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, সিদ্ধার্ত কাউল ও রাহুল শুকলা।
১৮৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭০ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। মাত্র দলীয় ১০ রান করতেই তারা দুই উইকেট হারিয়ে ফেলে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জেপি ডুমিনি। ডুমিনি ৩০ বলে ৪৮ রান করেন তিনটি চার ও সমান ছয়ে।
সংক্ষিপ্ত স্কোর
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১৮৬/৪ (২০ ওভার)
দিল্লি ডেয়ারডেভিলস: ১৭০/৭ (২০ ওভার)
ফল: রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জয়ী ১৬ রানে