আয়কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ লুই ফিলিপ স্কলারি তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন। পর্তুগালের জাতীয় ফুটবল দলের কোচ থাকাকালীন তিনি কর ফাঁকি দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে স্কলারি এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় আগে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হলো।
স্কলারি ২০০৩ থেকে ২০০৮ সালের জন্য পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন।
এক বিবৃতিতে স্কলারি জানিয়েছেন যে, যে সব দেশে কোচ হিসেবে কাজ করেছেন সেসব দেশে অর্থ আয়ের বিস্তারিত তিনি সবসময় ঘোষণা দিয়েছেন।