রাদামেল ফ্যালকাও বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। ইনজুরির কারণেই অনেক দিন থেকেই তিনি মাঠের বাইরে। ফ্যালকাও বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা জানার জন্য প্রতীক্ষায় ছিলেন কলম্বিয়ানরা। কিন্তু দেশবাসীকে হতাশ করেননি কোচ হোসে পেকারম্যান। কলম্বিয়ার প্রাণভোমরা ফ্যালকাওকে রেখেই ৩০ সদস্যের প্রাথমিক দল গঠন করেছেন তিনি।
গত কয়েক মওসুমেই গ্রহান্তরের ফুটবল খেলেছেন ফ্যালকাও। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো পর সবচেয়ে আলোচিত তারকা ফুটবলার ছিলেন তিনি। আগের মওসুমে অ্যাথলেটিকোর ৪১ ম্যাচে ৩৪ গোল করেছিলেন। চলতি মৌসুমে তিনি ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দেন। সেখানে পায়ের ঝলক দেখিয়েছেন। কিন্তু হঠাৎ ইনজুরির কারণে বিশ্বকাপ স্বপ্নই তা ফিকে হয়ে গিয়েছিল। তবে এক মাস আগেই ফ্যালকাও ভক্তদের আশ্বাস দিয়েছিলেন, ঠিক বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। অবশেষে বিশ্বকাপ দলে ফ্যালকাওয়ের নাম দেখে স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্তরা। এবারের বিশ্বকাপে 'সি' গ্রুপে কলম্বিয়ার প্রতিপক্ষ জাপান, আইভরি কোস্ট ও গ্রিস।
এদিকে গতকাল ইরান, অস্ট্রেলিয়া, ইকুয়েডর ও ক্রোয়েশিয়ারও প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।
গোলরক্ষক
ফারিদ মনড্রাগন, ডেভিড ওসপিনা, ক্যামিলো ভারগাস।
ডিফেন্ডার
স্যান্টিয়াগো আরিয়াস, পাবলো আরমেরো, এডার আলভারেজ বালান্তা, আকুইভালডো মোসকুয়েরা, লুইস পেরেরা, কার্লোস ভালদেজ, মারিও ইয়েপেস, ক্রিস্টিয়ান জাপাতা, ক্যামিলো জুনিগা।
মিডফিল্ডার
আবেল আগুইলার, হুয়ান কুয়াড্রাডো, ফ্রেডি গুয়ারিন, ভিক্টর ইবারবো, আলেঙ্ মেজিয়া, হুয়ান ফার্নান্দো কুইনটেরো, আলডো রামিরেজ, জেমস রদ্রিগেজ, কার্লোস সানচেজ মোরেনো, এলকিন সোতো, ম্যাকনেলি তোরেস, এডউইন ভ্যালেন্সিয়া।
ফরোয়ার্ড
কার্লোস বাক্কা, রাদামেল ফ্যালকাও, তেয়োফিলো গুতিয়েরেজ, জ্যাকসন মার্টিনেজ, লুইস মুরিয়েল, আদ্রিয়ান রামোস।