প্রশান্ত মহাসাগরের তীরে ছোট্ট দেশ ফিজি। ক্রিকেট বিশ্বে পরিচিত নয়। তবে ওশেনিয়া অঞ্চলের এই দেশটি ১৯৬৫ সালে আইসিসির সহাযোগী সদস্যপদ লাভ করে। ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত আইসিসি ট্রফিতে খেলেছে। কিন্তু তাদের পারফরম্যান্স এতটাই খারাপ যে, এখন ২০০৭ সাল থেকে তারা ওয়ার্ল্ভ্র ক্রিকেট লিগে অংশ নিচ্ছে। অবনমন ঘটতে ঘটতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বিভাগ থেকে এখন তারা সপ্তম বিভাগে। আর এই ফিজিরই কোচের দায়িত্ব নিলেন বাংলাদেশের বিদায়ী কোচ শেন জার্গেনসেন। ক্রিকেটইনফোকে তিনি বলেছেন, 'আমি ফিজি জাতীয় দলের কোচ হিসেবে তিন বছরের জন্য চুক্তি করেছি। এখন লক্ষ্য দেশটির ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সামনে খুব দ্রুতই আমি ব্যস্ত হয়ে পড়ব।'
একটি টেস্ট খেলুড়ে দেশের প্রধান কোচ এমন একটি দলের দায়িত্ব নেওয়ায় যেন অবাক ক্রিকেটবিশ্ব। অবাক ফিজি ক্রিকেটের জেনারেল ম্যানেজার ইনোকে লেসুমাও। বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, 'জার্গেনসেনের মতো কোচ আমাদের মতো দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন, এটা সত্যিই দারুণ খবর। টেস্ট খেলুড়ে একটি দলের কোচ এমন একটি দলের দায়িত্ব নিবেন, এটা তো ভাবতেই পারছি না। আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে।'
এদিকে গত মাসেই বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জার্গেনসেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        