সামির নাসরি ম্যানচেস্টার সিটির অন্যতম মিডফিল্ডার। অনেক সময় স্ট্রাইকারের কাজও করেন তিনি। ফলস নাম্বার নাইন হিসেবে ভূমিকা রাখতে পারেন। তারপরও ব্রাজিল বিশ্বকাপের জন্য ঘোষিত ফ্রান্স দলে তার স্থান হয়নি। গত মঙ্গলবার মধ্য রাতে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের ডেসচ্যাম্প। দলের প্রধান তারকা ফ্র্যাঙ্ক রিবেরি ও করিম বেনজেমা দলে থাকলেও নেই সামির নাসরি। তবে স্থান পেয়েছেন আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়ের গিরদ এবং ম্যানইউর ডিফেন্ডার প্যাট্রিক এভরা। ফরাসি কোচ ডিফেন্স ও মিডফিল্ডের দিকেই এবার দৃষ্টি দিয়েছেন বেশি। ২৩ জনের দলে মাত্র ৩ জন স্ট্রাইকার। ৯ জন মিডফিল্ডার এবং ৮ জন ডিফেন্ডার রয়েছে দলে।
গোলরক্ষক : হুগো লরিস (টটেনহ্যাম), স্টিভ মানডানডা (মার্সেই) ও মাইকেল ল্যান্ড্রো (বাসতিয়া)। ডিফেন্ডোর : প্যাট্রিক এভরা (ম্যানচেস্টার ইউনাইটেড), বাকারি সাগনা (আর্সেনাল), ম্যাথু ডেবুচি (নিউক্যাসল), মামাদু শাখো (লিভারপুল), লরেন্ট কসিলনি (আর্সেনাল), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ), এলিয়াকুইম মাঙ্গালা (পোর্তো) ও লুকাস ডিগনে (পিএসজি)।
মিডফিল্ডার : ফ্র্যাঙ্ক রিবেরি (বায়ার্ন মিউনিখ), ম্যাথু ভালবুয়েনা (মার্সেই), ইয়োহান ক্যাবে (পিএসজি), ব্লেইস মাতুইদি (পিএসজি), মুসা সিসুকু (নিউক্যাসল), রিও মাভুবা (লিলি), পল পগবা (জুভেন্টাস), ক্লেমেন্ট গ্রেইনার (লিঁও) ও অ্যান্টোন গ্রিজম্যান (রিয়াল সুসিদাদ)। ফরোয়ার্ড : করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), অলিভিয়ের গিরদ (আর্সেনাল) ও লয়েস রেমি (নিউক্যাসল)।