ফর্মের তুঙ্গে রয়েছেন সামির নাসরি। প্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটিকে এনে দিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা। কিন্তু ফ্রান্স বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তবে কষ্ট পেলেও ভেঙে পড়েননি ফরাসি এই তারকা। তাছাড়া ফ্রান্স যে তার সঙ্গে এমন উপহাস করতে পারে তা আগে থেকেই জানতেন তিনি। নাসরি বলেন, 'আমি প্রস্তুতই ছিলাম। আগেই বুঝেছিলাম এবারের বিশ্বকাপ দলে আমার জায়গা হচ্ছে না। তবে এতে আমি প্রচণ্ডভাবে শকট। কিন্তু আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম বলে মানসিকভাবে ভেঙে পড়িনি। ভক্তদের বলব আমি ঠিকই আছি।'
আপনি যে দলে সুযোগ পাবেন না, এটা আগেই কিভাবে বুঝতে পেরেছিলেন? এমন প্রশ্নে নাসরি বলেছেন, 'যখন আপনি কোচের সঙ্গে কথা বলতে চাইবেন কিন্তু তিনি আপনাকে পাত্তাই দিবেন না। আপনার সঙ্গে কোনো কথাও বলবে না, তখন তো আর বুঝতে বাকি থাকার কথা নয়। মূলত, তখনই পরিষ্কার হয়ে যায় বিশ্বকাপ দলে আপনি আর সুযোগ পাচ্ছেন না। আর তাই আমার আন্দাজটাই শেষ পর্যন্ত সত্যি হলো।