ব্রাজিল বিশ্বকাপের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পেনের মিডফিল্ডার থিয়াগো আলচানতারা। নতুন করে হাঁটুর ইনজুরিতে পড়ায় তার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল।
গত জুলাইয়ে বার্সেলোনা ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন স্প্যানিশ এই তারকা। বাম হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় গত মার্চ থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। তারপরেও দেল বস্কের ৩০ সদস্যের স্পেনের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন তিনি। অবশ্য ইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনে নেমেছিলেন। কিন্তু ভাগ্য খারাপ। তাই অনুশীলনের সময়ই নতুন করে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকেই তাকে ছিটকে পড়তে হলো।
থিয়াগোর বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে। তিনি বলেন, 'এটা থিয়াগোর জন্য সত্যিই একটা দুঃসংবাদ। তার জন্য সত্যিই আমরা দুঃখিত। তিনি একজন তরুণ খেলোয়াড় বিশ্বকাপের সামনে রেখে মাঠে ফেরার জন্য কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে তার দু'টি স্বপ্নই বিরাট ধাক্কা খেল।'