বার্সেলোনার হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন অধিনায়ক কার্লোস পুয়োল। কাল ক্যাম্প ন্যু-তে সংবাদ সম্মেলন করে 'অশ্রুসিক্ত' বিদায় নিয়েছেন স্পেনের এই তারকা ডিফেন্ডার। ১৫ বছরের ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৫৯৩টি ম্যাচ খেলেছেন পুয়োল। বার্সেলোনার হয়ে তিনি ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন। তিন চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে বার্সেলোনা দুইবার করে কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপ খেলেছে। তিনি ২০০৮ সালে ইউরো কাপ এবং ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।
আগামী রবিবার লা লিগার শেষ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
ওই ম্যাচেই নির্ধারিত হবে চলতি মৌসুমের শিরোপা। সে ম্যাচেও খেলবেন না পুয়োল। তিনি বলেন, 'এই ম্যাচে আমি খেলব না। আমাকে খেলানো হবে কিনা সে ব্যাপারে কোচের সঙ্গে কথা বলেছিলাম আমি। তবে ওই ম্যাচে মাঠে নামলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকত আমার। তবে বেঞ্চে বসে থাকতে ভালো লাগতো না আমার।'
অনেক দিন থেকেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন পুয়োল। কিন্তু এখন পুরোপুরি সুস্থ। দ্রুত বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টানায় ভক্তরা ভেবেছিলেন পুয়োল হয়তো কোচ হতে যাচ্ছেন। কিন্তু সে ব্যাপারেও পরিষ্কার করেছেন তিনি। পুয়োল বলেন, 'ম্যানেজার হওয়ার ইচ্ছা আমার নেই। আমি নিজেকে কখনোই ম্যানেজার হিসেবে ভাবি না।' তবে শিশুদের নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন বার্সেলোনার এই ডিফেন্ডার।
পুয়োলের সতীর্থ জাভি হার্নান্দেজ বলেন, 'পুয়োলের আত্দত্যাগ বার্সেলোনা অবশ্যই মনে রাখবে। তিনি দলের জন্য অনেক কিছু করেছেন। তার সাহসিকতার প্রশংসা না করে উপায় নেই। বিশেষ করে তার পেশাদারিত্বের কথা কখনো ভোলার নয়। তরুণ ফুটবলারদের জন্য উদারহণ হয়ে থাকবেন। জানি ড্রেসিং রুমে আমরা আপনাকে মিস করব। কিন্তু কি আর করা। এটা সবাইকে মেনে নিতেই হবে।'