সেরেনা উইলিয়ামস ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অ্যান্দ্রে পেতকোভিচকে ৬-২, ৬-২ স্ট্রেট সেটে হারালেন। মাদ্রিদে গত সপ্তাহের কোয়ার্টার ফাইনালেও পেতকোভিচকে সহজেই হারিয়েছিলেন সেরেনা।
এবার রোমেও প্রত্যাশিতভাবে ফলাফল একই হল। প্রথম সেটেই ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দুটো গেম পেতকোভিচ জিতলেও ম্যাচে শেষপর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেননি তিনি।
টুর্নামেন্টে এখন যা অবস্থা তাতে কোনও অঘটন না ঘটলে সেমিফাইনালেই সেরেনা-শারাপোভা লড়াই দেখতে পাওয়া যাবে।