বাংলাদেশ দলের নতুন কোচ হচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহেই। সাবেক এই শ্রীলঙ্কান অলরাউন্ডারের সঙ্গে বিসিবির কথা চূড়ান্ত হয়ে গেছে।
এখন শুধু চুক্তির কিছু শর্ত নিয়ে আলোচনা হচ্ছে। হাথুরুসিংহে বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবে কাজ করছেন।
জানা গেছে, মাসিক প্রায় ২৫ হাজার ডলার বেতনে বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে। তবে প্রধান কোচ নিশ্চিত হয়ে গেলেও জাতীয় দলের বোলিং কোচ ও ট্রেনার এবং একাডেমির কোচের ব্যাপারে এখনো বিভিন্ন জায়গায় আলোচনা চালিয়ে যাচ্ছে কোচ সন্ধান কমিটি।
বোলিং কোচ হতে পারেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক হিথ স্ট্রিক। আলোচনা চালু আছে বেভানের সঙ্গেও। ২০১৫ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান কিছুদিনের জন্য আসতে পারেন ব্যাটিং পরামর্শক হয়ে।