সানিয়া মির্জা ও তাঁর সঙ্গী কারা ব্ল্যাক ফরাসি ওপেনে ডাবলসে পঞ্চম বাছাই নির্বাচিত হয়েছেন। এই প্রতিযোগিতায় ওপেনিং রাউন্ডে হাঞ্চুকোভাদের বিরুদ্ধে খেলবেন সানিয়ারা। সদ্য পর্তুগাল ওপেনে ডাবলসে চ্যাম্পিয়ান হয়েছে এই জুটি।
মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন সানিয়ারা। ২৪৬২ পয়েন্ট নিয়ে এখন দু’নম্বর টিম হিসেবে স্বীকৃতিও পেয়েছিলেন এই জুটি। চলতি মরশুমে ডাবলসে দারুণ ফর্মে থাকার জন্যই ফরাসি ওপেনে ডাবলসে পঞ্চম বাছাই নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জারা।