কিছুদিন আগে ফিফার বর্ষসেরা কোচ জার্মানির জোয়াকিম লো দাবি করেছিলেন, দশকের সেরা ফুটবলার ফিলিপ লাম। তার এই ঘোষণার পর গোল ডট কম পাঠকদের জন্য এই প্রশ্নটা তুলে ধরেছিল। গোল ডট কমের পাঠকদের দৃষ্টিতে গত দশকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি ৩৯.৭ শতাংশ ভোট পেয়েছেন। পাঠকদের ভোটে দ্বিতীয় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি পেয়েছেন ২৯.৪ শতাংশ ভোট। ৬.৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি। এই তালিকায় স্থান পাননি রোনালদিনহোর মতো তারকা ফুটবলাররা। সেরা ১৮ জনের তালিকায় আছেন জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, আন্দ্রে পিরলো, ফিলিপ লাম, পল স্কলস, স্টিভেন জেরার্ডদের মতো ফুটবলাররা। নেইমার এই তালিকায় এখনো নাম লেখাতে পারেননি।