আন্তর্জাতিক ক্রিকেটে অস্বাভাবিক বা আক্রমণাত্মক ব্যবহার স্লেজিং নিয়ে বিতর্ক দীর্ঘধরেই চলছে। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে। আর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী মাসের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে একাদশ আইসিসি বিশ্বকাপ। তাই টুর্নামেন্টের স্লেজিংয়ের ব্যাপারটি এখনই ভাবিয়ে তুলছে আইসিসিকে। আসন্ন বিশ্বকাপে স্লেজিং রুখেতে কড়া ব্যবস্থা নেয়ার আইসিসি। সম্প্রতি অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যেমন কড়া হয়েছে স্লেজিং ইস্যুতেও একই অবস্থান প্রকাশ করতে চাইছে সংস্থাটি।
বিভিন্ন সংবাদমাধ্যমের খববে বলা হয়, মাঠে খেলোয়াড়দের বেপরোয়া আচরণ রুখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের শক্ত হওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির একটি সূত্রকে উদ্ধৃত করে করে ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানায়, স্লেজিং রুখতে এমন পদক্ষেপ আগে কখনো দেখা যায়নি। সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে এই স্লেজিংকে ঘিরেই কয়েকবার পরিস্থিতি গরম হয়েছিল।
ফক্স স্পোর্টসের দাবি, ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটি বা আগ্রাসী কোনো মনোভাব দেখলে সঙ্গে সঙ্গে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের হস্তক্ষেপ করার পরামর্শ দিয়েছে আইসিসি। এক্ষেত্রে আইসিসি কর্মকর্তাদের যুক্তি, বিশ্বকাপের মতো আসরে স্লেজিং সম্প্রচার করা হলে তা ক্রিকেটের জন্য মানহানিকর হয়ে দাঁড়াতে পারে, আঘাত করতে পারে ক্রিকেটের পবিত্র ভাবমূর্তিতেও।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০১৫/শরীফ