ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়াস। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে মাত্র ৩১ বলে তিনি এ মাইলফলক স্পর্শ করেন। এর আগে ওয়ানেডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। আফ্রিদির ৩৭ বলে করা সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন এ অলরাউন্ডার মাত্র ৩৬ বলে।
একই ম্যাচে ডি ভিলিয়ার্স ভেঙ্গেছেন হাফ সেঞ্চুরির রেকর্ডও। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরির তিনি ২২ বছর আগে শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার রেকর্ড ভাঙ্গেন। ১৯৯৬ সালে জয়সুরিয়ার রেকর্ড হাফসেঞ্চুরিটি ছিল মাত্র ১৭ বলে।
এদিন আরও একটি রেকর্ড নিজের পাশে লেখাতে পারতেন ডি ভিলিয়াস। কিন্তু এবার আর পারলেন না মাত্র ১ রানের জন্য। তাই ১৬ ছয় আর ৯ চারে ৫৯ বলে ১৪৯ রান করে দুটি রেকর্ডের মালিক হয়ে একটু আক্ষেপ থাকতে পারে প্রটিয়া অধিনায়কের।
এদিকে, প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৪৩৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি পেয়েছেন আরও দুই ব্যাটসম্যান। দু'জনই ওপেনার। হাশিম আমলা করেছেন ১৪২ বলে ১৫৩ রান। অার ১১৫ বলে ১২৮ রান করেছেন রুশো।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        