বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশ জাতীয় দল অংশ নেবে। বিকেএসপিতে সাইফুল বারীর টিটুর তত্ত্বাবধানে প্রশিক্ষণ চললেও টুর্নামেন্টে মূল কোচের দায়িত্ব পালন করবেন লোডডিক ক্রুইফ। যদিও তিনি এখনও আসেননি তারপর প্রস্তুতি চলছে পুরোদমে। ২৯ জানুয়ারি সিলেটে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। গ্রুপে আরেক দল শ্রীলঙ্কা। বাংলাদেশের টার্গেট সেমিফাইনাল। তাই মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালভাবে সেরে নিচ্ছে। আজ সাভার বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলার কথা। দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান ২২ জানুয়ারি ঢাকা মোহামেডানের বিপক্ষেও এক প্রীতিম্যাচ খেলবে জাতয়ি দল। দুই ম্যাচ দেখেই ২৩ সদস্যের চূড়ান্ত দল গঠন হবে। বর্তমানে ২৭ জন ফুটবলার বিকেএসপিতে অনুশীলন করছে। এখন ২৩ জনকে বাছাই করা হবে। তিনজনকে স্ট্যান্ডবাই রেখে ২০ সদস্যের চূড়ান্ত দল হবে। ২৫ কিংবা ২৬ জানুয়ারি বাংলাদেশ দল সিলেটে পৌঁছাবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        