অচেনা প্রতিপক্ষ। কখনো তাদের বিপক্ষে খেলা হয়নি। এজন্য কৃষ্ণ, জিমিরা কিছুটা হলেও ভয়ের মধ্যে ছিলেন। হ্যাঁ, বাংলাদেশ বনাম মেক্সিকোর হকি ম্যাচের কথা বলছি। ওয়ার্ল্ড হকি লিগে আগের ম্যাচে জাপানের কাছে ১-৫ গোলে হার মেনেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অচেনা মেক্সিকো কি করে ফেলে এ নিয়ে ভয়ের শেষ ছিল না। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও হকিতে মেক্সিকো কেমন দল বা কেমন খেলে তা জানা ছিল না। কারণ হকিতে সচরাচর মেক্সিকানদের খেলতে দেখা যায় না। যাক সব ভয়কে বাংলাদেশ জয় করেছে দারুণভাবে। জাপানের কাছে শোচনীয় হারের পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জিমিরা হিংস্ররূপে জ্বলে উঠলেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগে দ্বিতীয় ম্যাচে গোল উৎসবে মেতেছে বাংলাদেশ। ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে মধ্য আমেরিকার দেশটিকে। অথচ ১৯ মিনিটের মাথায় প্রথমে গোল হজম করে বসেছিল কৃষ্ণরা। ডিফেন্ডারদের ভুলে আলেক্সিস কাম পিল্লোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। সত্যি বলতে কি এ গোলের পর মেক্সিকানদের তেমনভাবে খেলতে দেখা যায়নি। বরং কৌশল খাটিয়ে জিমিরা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একের পর এক আক্রমণ করে মেক্সিকোকে দিশেহারা করে রাখে বাংলাদেশ। তারপরও গোল না হওয়াতে জিমিরা টেনশনে পড়ে যাচ্ছিলেন। অবশেষে ৩২ মিনিটে দেখা মিলে সেই কাক্সিক্ষত গোলের। পেনাল্টি কর্নার থেকে ম্যাচের সমতা ফেরান সারোয়ার। এরপর শুধু মেক্সিকোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৩৭ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন রাসেল মাহমুদ জিমি। আগের ম্যাচে নিষ্ক্রিয় থাকলেও কাল জিমির স্টিকওয়ার্ক ছিল চোখে পড়ার মতো। ৪৩ মিনিটে পুস্কর ক্ষিসা মিমো চমৎকারভাবে বল জালে পাঠালে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে। এ সময় মাঠে মেক্সিকোর খেলোয়াড়দের খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এক মিনিট পর জিমি পুনরায় গোল করেন। ছেলে খেলা বলতে যা বুঝায় তাই করছিল বাংলাদেশ। ৫০ ও ৬০ মিনিটে সারোয়ার আরও দুবার জালে বল পাঠালে বাংলাদেশ অর্ধডজন গোলে জিতেই মাঠ ছাড়ে। বাংলাদেশের এ জয় প্রয়াত জুম্মন লুসাইয়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
শিরোনাম
- ‘অভিনন্দন লিজেন্ড’— শাহরুখকে এ আর রহমান
- কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
- ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
- ১২ দিন পর রবিবার খুলছে মাইলস্টোন কলেজ
- এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
- চাঁদপুরে ৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
- বাগমারায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
- আবারও পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ
- সন্তানের শেষ মুহূর্তের গল্পে কাঁদলেন ‘জুলাইয়ের মায়েরা’
- পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য
- পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে দুই মরদেহ উদ্ধার
- পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ
- এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
- বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকার জন্য ভ্যানচালককে খুন
- অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫, রেললাইন অবরোধ করে বিক্ষোভ
- নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন
- রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা