গার্ডিওলা-মেসি জুটি বার্সেলোনায় যে ইতিহাস গড়েছেন তা স্পর্শ করার সাধ্য কারও হবে কি না তা ভবিষ্যৎই বলতে পারে। তবে বর্তমান ফুটবল ইতিহাসে এমন নজির আর নেই। বার্সেলোনায় এ জুটির ৪ বছর যেন ছিল চার যুগ! পেপ গার্ডিওলা বার্সেলোনা ছেড়ে দেওয়ার পর মেসি গুরুত্বহীন হয়ে পড়েছিলেন। মাঝখানে টিটো ভিলানোভা, জেরার্ডো মার্টিনোদের মতো কোচদের অধীনে খেলেছেন তিনি। বর্তমানে খেলছেন লুইস এনরিকের অধীনে। তবে কারোর সঙ্গেই মন টিকছে না মেসির। যে মেসি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছিলেন, সেই তিনিই এখন ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত হয়ে পড়েছেন। বলছেন, ভবিষ্যতে তিনি কোথায় খেলবেন তা বলতে পারেন না। এই বক্তব্যকে অনেকেই বার্সা ছাড়ার পূর্ব ঘোষণা বলে মনে করছে। তবে গার্ডিওলা বলছেন, বার্সেলোনাতেই থাকা উচিত আর্জেন্টাইন তারকার। মেসিকে ন্যু ক্যাম্পে থাকার পরামর্শই দিয়েছেন তার সাবেক গুরু।