আজ থেকে শুরু হওয়া বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপ ও বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রব। টুর্নামেন্টের তৃতীয় বাছাই হালেপ ৬-২, ৬-২ গেমে ইতালির কারিন ন্যাপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেন। আর গ্রিগর জার্মানির ডাস্টিন ব্রাউনকে ৬-২, ৬-৩, ৬-২ গেমে হারান। মেলবোর্নে পার্কে ব্রাউনকে হারাতে মাত্র ৬৯ মিনিট সময় নেন তিনি। খবর দ্য হিন্দুর
২৩ বছর বয়সী হালেপ গত বছর বেশ ভালো খেলেছেন। র্যাংকিংয়ে ধারাবাহিক অগ্রগতি হয়ে তিনি দ্বিতীয় স্থানে চলে এসেছেন। গত বছর তিনি ২টি একক শিরোপা ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন। তবে ফাইনালে রাশিয়ার মারিয়া শারাপোভার কাছে পরাজিত হন। তাই অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে নতুন বছরের শুরুটা বেশ ভালোই হয়েছে বলা যায়।
আর গ্রিগর দিমিত্রব গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিলেন। তবে কোয়ার্টার ফাইনালে স্পেনিশ তারকা রাফায়েল নাদালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/শরীফ