বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ার ওপেনের শুরুটা ভালোই হয়েছে ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা খেলোয়াড় অ্যান্ডি মারের। আজ প্রথম রাউন্ডে ভারতীয় অবাছাই যুকি ভামব্রিকে হারান টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই মারে। তবে র্যাংকিংয়ের একেবারে তলানিতে থাকা যুকির বিরুদ্ধে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে ব্রিটিশ এই তারকা খেলোয়াড়কে। তৃতীয় সেটে এক পর্যায়ে ৪/১ গেমে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত টাইব্রেকে সেটটি জিতে নিয়ে ম্যাচে ৬-৩, ৬-৪, ৭/৬ গেমে জয় পান মারে। খবর বিবিসির
মেলবোর্নের মার্গারেট কোর্ট এরিনায় মারে ও যুকির ম্যাচটি ২ ঘণ্টা ১২ মিনিট স্থায়ী হয়। বুধবার দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার মারিনকো মাতোসেভিকের বিরুদ্ধে খেলবেন মারে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/শরীফ