মাত্র ৩১ এক এক দুর্ধর্ষ সেঞ্চুরি করে ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এমন একটি সেঞ্চুরি করতে কতটা কষ্ট করতে হয়েছে তা হয়তো নিউজিল্যান্ড অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন আর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিই ভালো জানেন। কেননা গত এক বছর ধরে এ রেকর্ডের মালিক ছিলেন ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসন। তার আগে দীর্ঘ ১৭ বছর ধরে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন ৩৭ বলে সেঞ্চুরি করা আফ্রিদি।
	 
তাই রেকর্ড ভাঙাতে একটু কষ্ট হলেও অভিনন্দন জানাতেও ভোলেননি কিউই অলরাউন্ডার৷
	
	এ বার্তায় অ্যান্ডারসন বলেন, ‘রেকর্ড ভাঙার জন্যই গড়া হয়৷ এবি-র এই ইনিংসটা সত্যি অসাধারণ৷ মাত্র ৪৪ বলে ১৪৯ রান পাওয়াটা সত্যি দুর্দান্ত৷ সব বলই মনে হচ্ছিল বাউন্ডারিতে যাচ্ছিল৷ এমনকি, কোনো মিস হিট করলেও সেটা ফিল্ডাররাও মিস করেছেন রোববার।’
	 
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        