সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর একটায় মুখোমুখি হবে দুই দল। আর এ ম্যাচে ভাল করতে সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত কৃষ্ণ কুমার দাসের দল। মেক্সিকোর বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাস তো রয়েছেই।
এ ম্যাচ সামনে রেখে অধিনায়ক কৃষ্ণ কুমার জানান, 'প্রতিপক্ষের আগের ম্যাচগুলোর ভিডিও দেখে রণকৌশল সাজাচ্ছেন কোচ। জাপানের সঙ্গে ওদের ম্যাচটা মাঠে বসে দেখেছি। ওদের দ্বিতীয় ম্যাচের ভিডিও দেখিয়েছেন কোচ। নিজেদের সেরাটা দিতে পারলে ওদের সঙ্গে ভালো লড়াই হবে। আর সেটাই দেওয়ার চেষ্টা করব।'
কৃষ্ণ বলেন, 'পোল্যান্ড নিশ্চিতভাবে শক্তিশালী দল। তবে ওদেরকে আমরা মোটেও ভয় পাচ্ছি না।'
দুই ম্যাচ জিতে পুল ‘বি’-এর তালিকায় শীর্ষে আছে পোল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোকে ৬-০ ব্যবধানে হারানোর পর জাপানের বিপক্ষেও ৩-২ গোলের জয় পায় তারা।
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে অবশ্য ভালো শুরু পায়নি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলে হেরে যায় তারা।
তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাগে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। সারোয়ার হোসেন ও রাসেল মাহমুদ জিমির নৈপুণ্যে মেক্সিকোকে ৬-১ গোলে উড়িয়ে দেয় গোবিনাথান কৃষ্ণমূর্তির ছাত্ররা। আর মিলে যায় ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্বে খেলার টিকেট।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৫/আহমেদ