অস্ট্রেলিয়ায় চলমান তিন জাতির একদিনের আন্তর্জাতিক সিরিজে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফের হেরেছে ভারত। আজ ব্রিসবেনের গাব্বা গ্রাউন্ডে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে লজ্জাজনকভাবে হেরেছে দলটি। স্টিফেন ফিন ও জেমস অ্যান্ডারসনের চমৎকার বোলিংয়ে ভারত ৩৯.৩ ওভারে মাত্র ১৫৩ রান সংগ্রহ করেই অলআউট হয়ে যায়। ফিন ৩৩ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন যা একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত তার সেরা পারফরম্যান্স। আর হাঁটুর ইনজুরি থেকে ফিরেই জেমস অ্যান্ডারসন মাত্র ১৮ রান খরচ করে চারটি উইকেট নিয়েছেন। জয়ের জন্য মাত্র ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মঈন আলীর উইকেট হারালেও ইয়ান বেল ও জেমস টেলরের দৃঢ় ব্যাটিংয়ে মাত্র ২৭.৩ ওভারেই টার্গেটে পৌঁছে যায় ইংল্যান্ড। ইয়ান বেল ৮৮ ও টেলর ৫৬ রান করে অপরাজিত ছিলেন। আর মঈন আলীর সংগ্রহ ছিল ৮ রান। খবর বিবিসির
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ভারতের হয়ে স্টুয়ার্ট বিনি ও অধিনায়ক ধোনি এবং অজিঙ্কা রাহানে ও রায়ুদু ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। স্টুয়ার্ট বিনি সর্বোচ্চ ৪৪ রান, ধোনি ৩৪, রাহানে ৩৩ ও রায়ুদু ২৩ রান করেন। ড্যাসি ব্যাটসম্যান বিরাট কোহলি স্রেফ ৪ রান করেন।
এদিকে, ভারতের বিরুদ্ধে আজকের ম্যাচটি ছিল ইংল্যান্ডের প্রথম ম্যাচ। এ ম্যাচে জয়ের ফলে পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পরেই এখন ইংল্যান্ডের অবস্থান। আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। অপরদিকে, ভারত এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারে ধোনির দল। আর আজ ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারলো।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০১৫/শরীফ