ঘরের মাটিতে নিউজিল্যান্ড দুর্ধর্ষ দল; শ্রীলঙ্কা ফের প্রমাণ পেল। বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সাত ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থটি ৪ উইকেটে জিতে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা। স্বাগতিকদের এগিয়ে দিলেন কেন উইলিয়ামসন। ম্যাচ হারলেও মাইলফলক গড়েছেন কুমার সাঙ্গাকারা। তিনি এখন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের পর ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। পেছনে ফেলেছেন স্বদেশী সনৎ জয়সুরিয়াকে।
সিরিজের প্রথমটি জিতেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা এনেছিল 'দ্বীপরাষ্ট্র' শ্রীলঙ্কা। তৃতীয়টি ভেসে যায় বৃষ্টিতে। কাল ছিল এগিয়ে যাওয়ার লড়াইয়ে। সেই লড়াইয়ে সাঙ্গাকারা ও জয়বর্ধনেকে হারিয়ে দিলেন উইলিয়ামসন। নেলসনে প্রথমে ব্যাট করে ২৭৬ রান করে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা করেন ৭৬ এবং নার্ভাস নাইনটিজের শিকার হন জয়বর্ধনে। ইনিংসটি খেলার পথে সাঙ্গাকারা পেছনে ফেলেন স্বদেশী জয়সুরিয়াকে। জয়সুরিয়ার রান ৪৪৫ ম্যাচে ১৩৪৩০। মিলনের বলে সাজঘরে ফেরার পর সাঙ্গাকারার রান এখন ৩৯৪ ম্যাচে ১৩৪৯০। সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের ৪৬৩ ম্যাচে ১৮৪২৬। দ্বিতীয় স্থানের রিকি পন্টিংয়ের রান ২৭৫ ম্যাচে ১৩৭০৪। কালকের হাফসেঞ্চুরি সব মিলিয়ে সাঙ্গাকারার ১১২ (২০+৯২) নম্বর। তার সঙ্গে যুগ্মভাবে অবস্থান করছেন পন্টিং। টেন্ডুলকারের হাফসেঞ্চুরির সংখ্যা ১৪৫ (৪৯+৯৬)। জয়বর্ধনে ৯৪ রানে ফিরেন সাজঘরে। ২৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন কোণঠাসা স্বাগতিকরা, তখনই প্রতিরোধ গড়ে তুলেন উইলিয়ামসন। তুলে নেন ৬১ ম্যাচে পঞ্চম সেঞ্চুরি। তার ১০৩ রানের ইনিংসে ভর করেই ১১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপসরা। ১০৭ বলের ইনিংসটিতে ৬টি চার ও ১টি ছক্কা হাঁকান ২৭ বছর বয়সা উইলিয়ামসন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        