বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশের টার্গেট সেমিফাইনাল। সেই লক্ষ্যে খেলার জন্য গ্রুপও তৈরি হয়েছে তেমনভাবে। সিলেট স্টেডিয়ামে এ গ্রুপে বাংলাদেশ লড়বে মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে ফলাফল কি হবে বলা যায় না। কিন্তু ফুটবলপ্রেমীরা আশা করছেন অপেক্ষাকৃত দুর্বল দল শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেবে বাংলাদেশ। রাজশাহীতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এমিলির গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল। কিন্তু সোমবার বিকেএসপিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে জাতীয় দল যে নৈপুণ্য প্রদর্শন করেছে তাতে অনেকেই হতাশ। অপেক্ষাকৃত কম শক্তিশালী ঢাকা আবাহনীর কাছে ০-২ গোলে হেরে যান মামুনুলরা। ম্যাচে দলের যে হাল ফুটে উঠেছিল তাতে শ্রীলঙ্কার সঙ্গে বঙ্গবন্ধু কাপে পারবে কিনা এ সংশয় জেগে উঠেছে। দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, এই হারে আমরা ভুল ত্রুটিগুলো শোধরাতে পারব। না, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও প্রস্তুতি ম্যাচে এই হার মেনে নিতে পারছেন না। গতকাল তিনি বিকেএসপিতে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন। তিনি খেলোয়াড়দের সাহস জুগিয়ে বলেন, জাতির জনকের নামে টুর্নামেন্ট। এখানে বাংলাদেশকে সেমিফাইনাল খেলতেই হবে। না পারলে টুর্নামেন্টই আকর্ষণহীন হয়ে পড়বে। সালাউদ্দিন বলেছেন শ্রীলঙ্কা নয় আমার বিশ্বাস মালয়েশিয়াকেও বাংলাদেশ হারাতে পারবে। উজার করে খেললে সবই সম্ভব। তিনি বলেন, ভালো খেলতে যা যা সুবিধা দরকার তা দিতে প্রস্তুত রয়েছেন। ম্যানেজার বাবু জানান সালাউদ্দিন ভাই আসার পর ফুটবলাররা উজ্জীবিত হয়েছে। এখন তারা প্রতিজ্ঞাবদ্ধ দেশকে বড় কিছু উপহার দেবেই। বাবু জানান, সামনে আমরা আর কোনো প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছি না। আমাদের এখন মূল টার্গেট বঙ্গবন্ধু কাপ। টুর্নামেন্টে মূল কোচের দায়িত্ব নেওয়ার কথা লোডডিক ক্রুইফের। অথচ তিনি আসবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান ক্রুইফের ব্যাপারটি বুধবারই ফয়সালা হয়ে যাবে।