আগের ম্যাচে মেক্সিকােকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। অনেকে তাই আশা করছিলেন পোল্যান্ডের বিপক্ষেও বিজয় পতাকা উড়াবেন কৃষ্ণ-জিমিরা। না, সোমবার জাপানের বিপক্ষে পোলিশদের ফলাফল দেখে সেই আশা একেবারে চুপসে যায়। কারণ যে জাপানের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি, তাদেরই কিনা পোল্যান্ড ৩-২ গোলে হারিয়ে দেয়। গতকালও ওয়ার্ল্ড হকি লিগে পোল্যান্ড জয় যাত্রা ধরে রেখেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত পুল 'বি' ম্যাচে তারা বাংলাদেশকে ৫-০ গোলে পরাজিত করে। এ জয়ে পোলিশরা আসরের পরবর্তী রাউন্ড নিশ্চিত করল। পোল্যান্ড অনেক আগে থেকে হকি খেললেও তাদের শক্তি সম্পর্কে জিমিদের কোনো ধারণা ছিল না। এতটুকু জানতো র্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে। জাপানকে হারানোর পরতো পুরো দলই নিশ্চিত হয় টুর্নামেন্টে সেরা দলের সঙ্গেই তাদের লড়তে হবে। প্রথম ম্যাচে জাপানের কাছে হারলেও বাংলাদেশ বিক্ষিপ্তভাবে কিছু আক্রমণও চালিয়েছিল। গতকাল পোল্যান্ডের সামনে কৃষ্ণরা সুবিধা করতে পারেনি। চার অর্ধের ২২ মিনিটে প্রতিদ্বন্দ্বিতার আশা শেষ হয়ে যায় ৩-০ গোলে পিছিয়ে পড়লে। এই অর্ধেও ৪২ ও ৪৪ মিনিটে বাংলাদেশ হজম করে আরও দুই গোল। ৫-০ স্কোর নাইনে চতুর্থ অর্ধটি বাংলাদেশ মোটামুটি ভালোই খেলেছে! কারণ এই অর্ধে কোনো গোল হয়নি। পোলিশ দলের জয়ের নায়ক ছিলেন মূলত অধিনায়ক ব্রাত কোওস্কি পাওয়েলই। ৩, ৫ ও ২২ মিনিটে টানা তিন গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন। ৩ গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। ৪২ ও ৪৪ মিনিটে বাকি ২ গোল আসে চাওলিস অ্যাডাম ও কোজোনোওস্কির স্টিক থেকে।