এবার ফুটবল মৌসুমে পাঁচ জন বিদেশি ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করতে পারবে ক্লাবগুলো। মাঠে নামতে পারবে তিন জন। শেখ রাসেল ক্রীড়া চক্র ইতিমধ্যে দু'জনের নাম রেজিস্ট্রেশন করেছে। কোটা পূরণ করতে আরও তিন জনের নাম বাফুফের খাতায় অন্তর্ভুক্ত করতে পারবে। রবিবার রাতে ঢাকায় এসেছেন জ্যামাইকান মিড ফিল্ডার আকিম প্রিসলে। সোমবার বিকেএসপিতে শেখ রাসেলের ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি। অনুশীলন দেখেই তার নাম রেজিস্ট্রেশন করা হবে। তবে প্রোফাইলে যা উল্লেখ আছে তাতে আকিমকে ভালোমানের বিদেশি বলে চিহ্নিত করা যায়। ২৮ বছর বয়সী এ ফুটবলার রাশিয়া, আজারবাইজান, আমেরিকা এমনকি মেসির দেশ আর্জেন্টিনার ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। ঢাকায় এসে আকিম বলেছেন, শেখ রাসেল বাংলাদেশের পরিচিত দল। আমি সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা চালাবো।
গেল মৌসুমে রিকার্ডো কাজিন নামে এক জ্যামাইকান ফুটবলার শেখ রাসেলে খেলতে আসেন। তার পারফরম্যান্স অবশ্য চোখে পড়ার মতো ছিল না। আকিম দর্শকদের ভালো খেলা উপহার দিতে চান। তিনি বলেন, প্রথম বারের মতো এশিয়ায় খেলতে এসেছি। রিকার্ডোর কাছে বাংলাদেশের ফুটবল সম্পর্কে গল্প শুনেছি। জেনেছি ঢাকা লিগ সম্পর্কে। আকিম জাতীয় দলের হয়ে খেলছেন ১০টি ম্যাচ, খেলেছেন অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আর গোল করেছেন ১৫টি। এ মাসের শেষের দিকে হাইতির জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচ খেলা কারভেনস বেলফোর্টের শেখ রাসেলে আসার কথা। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ লাভলু জানালেন ওর যে প্রোফাইল তাতে বেলফোর্টকে খুব উঁচুমানের খেলোয়াড় মনে হচ্ছে। প্রতি মাসে ১৫ হাজার ডলার বেতন চেয়েছেন। এতে আমরা রাজিও আছি। ঢাকায় এলে সবকিছুই চূড়ান্ত হবে। উল্লেখ্য সনি নর্দে গতবছর শেখ জামাল থেকে প্রতিমাসে ৭ হাজার ডলার পেয়েছিলেন। বেলফোর্ট শেখ রাসেলের সঙ্গে চুক্তিবদ্ধ হলে তিনিই হবেন ঢাকার মাঠে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত বিদেশি ফুটবলার।