খারাপ কি
ওয়ার্ল্ড হকি লিগে উদ্বোধনী ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে হেরে যায় বাংলাদেশ। অথচ ঢাকা ছাড়ার আগে অধিনায়ক কৃষ্ণ বলে যান কাউকে আমরা ছেড়ে কথা বলব না। হারব কিন্তু লড়াই করে প্রতিপক্ষের ঘাম ঝরিয়ে দেব। না, প্রথম ম্যাচে তা আর হয়নি। শোচনীয়ভাবে হেরেই মাঠ ছেড়েছে বাংলাদেশ। হকি ফেডারেশনের এক কর্মকর্তা অবশ্য এই হারকে শোচনীয় বলতে নারাজ। তার কথা ছেলেরা খারাপ কি খেলল। জাপান শক্তিশালী দল, ওদের বিপক্ষে ১-৫ গোল হারটা কোনোভাবে লজ্জাকর বলা যাবে না।
বেস্ট ইলেভেন
আসছে ফুটবল মৌসুমে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান শক্তিশালী দল গড়ছে না। তারকা খেলোয়াড়রা সব অন্য দলে চলে গেছেন। লোকাল কালেকশন এতটা খারাপ যে বেস্ট ইলেভেন গড়াটাই মুশকিল হয়ে পড়বে। বিদেশ থেকে ভালোমানের খেলোয়াড় আনতে চাচ্ছে তাও পাচ্ছে না। আসছে মৌসুমে দলের কি যে হাল হবে এ নিয়ে চিন্তিত সমর্থকরা।
প্রতিজ্ঞা
বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এ ম্যাচকে ঘিরেই মুশফিকের নাকি বিশেষ পরিকল্পনা আছে। ঢাকায় এশিয়া কাপে আফগানদের কাছে ধরাশায়ী হয় বাংলাদেশ। ওই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিক। অধিনায়ক হিসেবে তিনি লজ্জা পেয়েছিলেন। মনে একটা জেদ আছে ৫০ ওভারের ম্যাচে আফগানের দেখা মিললে তিনি রানের বন্যা বইয়ে দেবেন। তাই মুশফিকের প্রতিজ্ঞা বিশ্বকাপের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিততেই হবে।