উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ফেবারিট হিসেবে লড়াই করে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং চেলসির মতো ক্লাব। এমনকি অনেকের মতেই ফেবারিটের তকমা লেগে আছে জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটির সঙ্গেও। তবে পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগোর মতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল মাদ্রিদই। তিনি বলেন, 'চ্যাম্পিয়ন লিগে এটিই আমার ফেবারিট দল।