অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় বাছাই রুশ সুন্দরী মারিয়া শারাপোভা প্রথম রাউন্ডেই হারের শঙ্কায় পড়েছিলেন। স্বদেশি কোয়ালিফাইয়ার আলেকজান্দ্রা পানোভার বিরুদ্ধে প্রথম সেট ৬-১ গেমে জিতলেও দ্বিতীয় সেটে হেরে বসেন শারাপোভা। পানোভার কাছে ৪-৬ গেমে সেটটি হারেন পাঁচবার গ্রান্ড স্ল্যাম জয়ী এই রুশ তারকা। মূলত তৃতীয় অর্থাৎ চূড়ান্ত সেটেই হারের শঙ্কায় পড়েছিলেন তিনি। সেটে এক পর্যায়ে ৫-১ -এ পিছিয়ে পড়েছিলেন। তবে শেষ সাত গেমের মধ্যে ৬টিই জিতে নিয়ে ম্যাচে জয় ছিনিয়ে নেন শারাপোভা। এমনকি দুটি ম্যাচ পয়েন্টও বাঁচান তিনি। খবর বিবিসির
র্যাংকিংয়ে ১৫০তম পানোভা কোনো গ্রান্ড স্ল্যামেই এখন পর্যন্ত প্রধান ড্র ম্যাচে জয় পাননি। তবে কোয়ালিফাইয়ার হলেও শারাপোভার বিরুদ্ধে বেশ দারুণ লড়াই করেছেন তা নিঃসন্দেহে বলা যায়।
এদিকে, চারবার অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সুইস লেজেন্ড রজার ফেদেরার তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইতালির সিমন বলেল্লিকে ৩-৬, ৬-৩, ৬-২,৬-২ গেমে হারান ফেদেরার। প্রথম সেট হারলেও বাকি তিন সেটে ঠিকই নিজের স্বভাবসুলভ খেলা খেলেন ১৭টি গ্রান্ড স্ল্যামজয়ী ফেদেরার।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০১৫/শরীফ