বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারা অব্যাহত রেখেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মারিনকো মাতোসেভিকের বিপক্ষে অনেকটা একপেশে জয় পেয়েছেন মারে। এক ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৩, ৬-২ গেমে জয় পান টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই এই ব্রিটিশ তারকা খেলোয়াড়। খবর দ্য হিন্দুর
মেলবোর্ন পার্কের মার্গারেট কোর্ট এরিনায় প্রচণ্ড গরমের মধ্যে মারে ও মারিনকোর মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে মারে মাত্র ১২টি আনফোরচট এরর করেন। তৃতীয় রাউন্ডে পর্তুগালের জোয়াও সুসার বিরুদ্ধে খেলবেন মারে।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০১৫/শরীফ