অ্যাস্টন ভিলাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আর্সেনাল নিজেদেরকে সেরা চারে তুলে আনার ঘোষণাই দিল। ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করে গানাররা অবস্থান করছে পাঁচ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সাউদ্যাম্পটনরা অবস্থান করছে চার নম্বরে। রবিবার সাউদ্যাম্পটন ১-০ গোলে সোয়ানসের কাছে হেরে যাওয়াতেই সুযোগ এসেছে আর্সেনালের সামনে। অবশ্য সেরা চারে উঠতে হলে গানাররাদের জয়ের এ ধারা ধরে রাখতে হবে। আর্সেন ওয়েঙ্গারও তাই চান। রবিবারের ম্যাচ জয় করে তিনি বলেন, 'এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখার।' দিন কয়েক আগে ওয়েঙ্গার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ঘোষণা দিয়েছিলেন। রবিবার তিনি বলেন, 'এখনই অবশ্য নিশ্চিত করে কিছু বলা যাবে না। কারণ, এখনো আমরা ১১ পয়েন্ট পিছিয়ে আছি।' তবে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই পথ চলবে আর্সেনাল, এমন ঘোষণাই দিলেন এ ফরাসি কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করতে হলে এরপর আর কোন ভুল করা চলবে না আর্সেনালের।