বিশ্বকাপের আগে দু'টি আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের দেয়া ২৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
এদিক, ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশের দেয়া ২৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া একাদশ। এসময় দলের হাল ধরেন অ্যাশ্টন টার্নার। তার ৭৮ রানের ইনিংস জয়ের কাছাকাছি পৌঁছে দেয় দলটিকে। এরপর উইল বসিস্তো ২৭ ও ম্যাকডরমেট ২৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ৩টি উইকেট নিয়েছেন।
এর আগে, মঙ্গলবার সকালে মুমিনুল হকের অর্ধশতক (৫২) ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৩১ রান করে মাশরাফি বাহিনী। এছাড়া সৌম্য সরকার ৩৩ ও সাব্বির রহমান ২৯ বলে ৩১ রান করেন।
আগামী ৫ ফেব্রুয়ারি একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসন।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব